ডিএসইর সাবেক ভাইস চেয়ারম্যান খাজা গোলাম রসুল আর নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক ভাইস চেয়ারমান ও পরিচালক খাজা গোলাম রসূল ১২ মার্চ রাত ১২.৪০ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন৷ তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন৷

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷

খাজা গোলাম রসুল ১৯৫৬ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন৷ তিনি ১৯৮০ সালে ডিএসইর সদস্য পদ লাভ করেন৷ ডিএসইর সদস্যপদ লাভের পর তিনি একজন সক্রিয় সদস্য, ব্রোকার ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন৷ মরহুম খাজা গোলাম রসূল পুঁজিবাজারের স্বনামধন্য ব্যক্তিত্ব৷ মরহুম খাজা গোলাম রসূল খাজা ইকুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন৷

তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন৷ তিনি ২০০৫ থেকে ২০০৮ এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ডিএসই পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন৷ এছাড়াও তিনি ২০০০ থেকে ২০০১ সালে ডিএসইর কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন৷ মরহুম খাজা গোলাম রসূল ১৩ ফেব্রুয়ারি ২০১৪ সালে ডিমিউচ্যুায়ালাইজড ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন৷

মরহুমের প্রথম নামাজের জানাযা ১২ই মার্চ রাত ৩:৩০ মিনিটে গুলশানের আজাদ মসজিদ এবং দ্বিতীয় নামাজের জানাযা সিরাজগঞ্জে এনায়েতপুরে অনুষ্ঠিত হওয়ার পর, এনায়েতপুর মাজার শরীফ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.