শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে আবাহনী লিমিটেডকে এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসি। আবাহনী লিমিটেড দেশের ক্রীড়া ক্ষেত্রে উদীয়মান প্রতিভা বিকাশের জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং অবকাঠামো সম্বলিত এই ক্রীড়া কমপ্লেক্সটি নির্মাণ করবে।
রোববার (৫ মার্চ) ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানে আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লা এবং প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ।
ঢাকার অন্যতম আবাসিক এলাকা ধানমন্ডিতে ১১ একর জমির উপর নির্মিতব্য এই ক্রীড়া কমপ্লেক্সে ক্রিকেট ও ফুটবলের জন্য আলাদা মাঠসহ ইনডোর স্পোর্টস সুবিধা, জিমনেসিয়াম, সুইমিং পুল, প্রশিক্ষণ কেন্দ্র, ফুড কোর্টসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।
বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানিতে ২০ বছর যাবত শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট তার প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবাহনী লিমিটেডকে এই আর্থিক অনুদান প্রদান করেছে। ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.