এমিরেটস ও ফিলিপাইন এয়ারলাইন্সের ইন্টারলাইন চুক্তি

ফিলিপাইনের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ফিলিপাইন এয়ারলাইন্সের সঙ্গে একটি ইন্টারলাইন চুক্তি স্বাক্ষর করেছে এমিরেটস। এর ফলে উভয় এয়ারলাইনের যাত্রীরা ভায়া ম্যানিলা ও দুবাই একক টিকিট এবং ব্যাগেজ পলিসিতে একে অপরের নেটওয়ার্কভুক্ত গন্তব্যে কোন ঝামেলা ছাড়াই ভ্রমণ করতে পারছেন।

এমিরেটস যাত্রীরা ভায়া ম্যানিলা ফিলিপাইনের ১৯টি অভ্যন্তরীণ এবং দুটি এশীয় গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন। অন্যদিকে ফিলিপাইন এয়ারলাইন্সের যাত্রীরা ভায়া দুবাই এমিরেটস ফ্লাইটে লন্ডন, রোম, প্যারিস, বার্সেলোনা, ফ্রাংকফুট, কুয়েত, জেদ্দাসহ ২১ টি গন্তব্যে অনুরূপ সুবিধা ভোগ করছেন।

এমিরেটস ১৯৯০ সালে ফিলিপাইনে ফ্লাইট কার্যক্রম শুরু করে এবং বর্তমানে ম্যানিলা, সিবু ও ক্লার্কে সপ্তাহে ২৫ টি ফ্লাইট পরিচালনা করছে ।

বর্তমানে ১২০ টি এয়ারলাইনের সঙ্গে এমিরেটসের ইন্টারলাইন ও ২৭ টি এয়ারলাইনের সঙ্গে কোডশেয়ার চুক্তি রয়েছে।

উল্লেখ্য, এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১ টি ফ্লাইট পরিচালনা করছে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.