কাতারের কাছে আরও এলএনজি চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে বার্ষিক আরও ১ মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রোববার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে দোহায় কাতার জাতীয় কনভেনশন সেন্টারে কাতারের আমিরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ করেন। পরে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্র মন্ত্রী জানান, কাতারের আমিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধের পরে আমাদের এনার্জির বড় সমস্যা হয়েছে। আমরা আরও বেশি জ্বালানি চাই। এখন বাংলাদেশ কাতার থেকে বছরে প্রায় ৪০ কনটেইনার জ্বালানি, অর্থাৎ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন আমদানি করে। যেটা আমরা নিচ্ছি সেটা আমরা নবায়ন করবো। সেই সঙ্গে আমরা আরও বেশি এলএনজি চাই।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তরিক ভাবে সাড়া দিয়ে কাতারের আমির জানতে চেয়েছেন বাংলাদেশ আরও কত চায়। আমরা বলেছি আমরা আরও ১ মিলিয়ন মেট্রিক টন চাই, আরও ১৬-১৭ কনটেইনার।

তিনি জানান, বাংলাদেশের অনুরোধের পর কাতারের আমির প্রধানমন্ত্রীকে বলেন আমি আমাদের জ্বালানি মন্ত্রীকে আজকেই হুকুম দিচ্ছি। আপনি (শেখ হাসিনা) দেশে ফেরার আগেই, আপনার সঙ্গে সাক্ষাত করবে এবং এদিকে যা যা করতে হয় সেটা আমি নির্দেশনা দিবো। আমি আপনাদের সহায়তা করতে চাই। কাতার সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কাতারের আমির এ বছর বাংলাদেশ সফর করবেন বলে জানান আব্দুল মোমেন।

ফুটবল বিশ্বকাপ সুন্দর ভাবে আয়োজনের জন্য কাতারের আমিরের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসতে চেয়েছিলাম বিভিন্ন কাজে আসতে পারিনি।

সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশ এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে। কাতারও এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে।

কাতারে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বিষয়ে প্রধানমন্ত্রী আমিরকে বলেন, আপনার এখানে আমাদের বহু শ্রমিক আছে, তাদের আপনি দেখবাল করেন। একটু ভালোভাবে দেখবাল করলে আমরা আনন্দিত হবো। কারণ সম্প্রতি কিছু শ্রমিক এখানে কাজ হারাচ্ছে।

জবাবে কাতার আমির বলেন, তিনি সব সময় বাংলাদেশের মঙ্গল চান, বাংলাদেশের মানুষের কল্যাণ চান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে শনিবার (০৪ মার্চ) কাতার সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ মার্চ তিনি দেশে ফিরে যাবেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.