মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বেলা ১২টায় শুরু হবে এই ম্যাচটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচের জন্য একাদশে মাত্র দুজন পেসার রেখেছে বাংলাদেশ।
বিপিএল মাতানো তৌহিদ হৃদয়ের জায়গা হয়নি এই ম্যাচের জন্য। তার পাশাপাশি এবাদত হোসেন এবং হাসান মাহমুদেরও জায়গা হয়নি।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ- জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।
অর্থসূচক/এএইচআর