সিরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩

বর্তমানে সিরিয়া সকল গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু।  সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে । এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাতে নিহত হয়েছেন অন্তত ৫৩ জন।

সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে গতকাল শুক্রবার সকালে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন।

স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও সাতজন সিরীয় সেনা রয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকালের ওই হামলার খবর নিশ্চিত করেছে।

একই দিন সিরিয়ায় আইএসের একজন জ্যেষ্ঠ নেতাকে ধরার জন্য তল্লাশি অভিযান চালায় মার্কিন সেনারা। এ সময় বিস্ফোরণে চার সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এর মধ্যে বিভিন্ন সময় দেশটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে দেশটিতে নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ।

অর্থসূচক /

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.