গেল বছরের মাঝামাঝি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইয়ন মরগান। এবার নতুন বছরে এসে দিলেন সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সবধরণের ক্রিকেটকে বিদায় বলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
একও বিবৃতিতে মরগান বলেন, আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।
২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হওয়া মরগান নজরে আসেন ইংল্যান্ড ক্রিকেটের। ইংলিশদের দলে জায়গা পেয়ে দলটির মধ্যমনি হয়ে যান মরগান, পান অধিনায়কত্ব। তবে ইংল্যান্ডের হয়ে মরগানের সবচেয়ে বড় অর্জন দলকে বিশ্বকাপ জেতানো। ইংলিশদের ৪৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দলটিকে বিশ্বমঞ্চের শিরোপা জিতিয়ে ভক্তদের মন কেড়ে নে মরগান।
ইংল্যান্ডের হয়ে ২২৫টি ওয়ানডে ম্যাচে ৬ হাজার ৯৫৭ রান করেছেন মরগান। হাঁকিয়েছেন ১৩টি সেঞ্চুরি। ওয়ানডেতে ১২৬ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ৬০ শতংশ জয়ের পরিসংখ্যানসহ জিতেছেন ৭৬ ম্যাচ। আর টেস্ট ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি করেছেন। ওডিআই ক্রিকেটে ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ড তার দখলে। ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭টি ছয় মেরেছিলেন এই ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমান সংখ্যাক ৭২ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মরগান। ক্রিকেটের এই সংস্করণে যেটি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যাক ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড এবং টি-২০ তে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৭৬ টি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের দখলে। ১১৫টি আন্তর্জাতিক টি-২০ খেলে ২ হাজার ৪৫৮ রান করেছেন মরগান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.