হিলি কাস্টমসের মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস

১৮বছর পর হিলি কাস্টমসে বিভিন্ন সংস্থা কর্তৃক ৬ হাজার ৫৫টি মামলার জব্দকৃত ১ হাজার মেট্রিক টন আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, অবৈধ মালিকানাধীন মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে (১৩ ফেব্রুয়ারি ) হাকিমপুর পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে একটি খালি জায়গায় বড় গর্তে পুড়িয়ে এসব পণ্য ধ্বংস করেছে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমসের উপ কমিশনার বায়জিদ হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নিলাম ও ধ্বংসের আগে সকল সর্তাবলী মেনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে ২০২৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে আটকৃত আমদানি নিষিদ্ধ মালামাল আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মালামালের মধ্যে সার, কিটনাশন, কসমেট্রিক্সসহ বিভিন্ন খাবার সামগ্রী রয়েছে বলেও জানান তিনি।

এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদক অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.