তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও বেড়েছে। নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছে গেছে। ধ্বসস্তূপের মধ্যে এখনো উদ্ধার অভিযান চলছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়বে। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে উদ্ধারের আশা ফিকে হচ্ছে যাচ্ছে। ক্ষুধা-তৃষ্ণা ছাড়াও প্রচণ্ড ঠান্ডার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের জীবন প্রদীপ দ্রুত নিভে আসছে।
শুধু তুরস্কেই নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৬৬৫ হয়েছে বলে দেশটির দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা এএফএডি জানিয়েছে। আর ভূমিকম্পে সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজারের বেশি হয়েছে।
এএফএডি জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৯৩ হাজার ক্ষতিগ্রস্তকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতায় ১ লাখ ৬৬ হাজারের বেশি সদস্য সম্পৃক্ত রয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্তত ৮ লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাবার দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাবে, শুধু সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে, তুরস্কের হাতাই শহরে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৮ ঘণ্টা পর ২ মাসের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আদ্রা কান ওভুন নামের ওই শিশুকে বের করে আনা হয় বলে জানায় গণমাধ্যম। নানা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাকে উদ্ধারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
After 128 hours, 2 months old baby rescued.#Turkey #TurkeyEarthquake #Turkiye #turkeyearthquake2023 #TurkeyQuake #earthquake #earthquakeinturkey #EarthquakeTurkeySyria #EarthquakeRelief #Turkish pic.twitter.com/IBdzqaI2MZ
— Naima Haque Nishu (@nishu_naima) February 12, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.