ক্রাউন সিমেন্টের গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রাউন সিমেন্টের চার দিনব্যাপী “২য় ক্রাউন সিমেন্ট কাপ গলফ টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে গত বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

এই টুর্নামেন্টে সেনাবাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক ও বিদেশিসহ দেশের সকল ক্লাব থেকে প্রায় ৭০০ গলফার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান শনিবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান (এলপিআর)।

ক্রাউন সিমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু উদ্বোধনী ও সমাপনী উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লা।

বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানিতে ২০ বছর যাবত শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.