ভালোবাসা দিবসের কিছু উপহার

আর একদিন পরেই ফাল্গুন আর ভালোবাসা দিবস। এখন ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে– বিশ্ব ভালোবাসা দিবস আর ১লা ফাল্গুন বসন্ত বরণ উৎসব একই দিনে পালন করা হয়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়।

তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে তো উপহার দিতেই হয়। তবে এখন প্রশ্ন হলো– ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন।

আসুন জেনে নিই ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন-

১. কমবেশি সবাই ফুলকে ভালোবাসে। তাই প্রিয়জনকে ভালোবাসা জানাতে পারেন ফুল দিয়ে। যাকে ভালোবাসেন তাকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিন এই দিনে।

২. প্রিয় মানুষটির জন্য তার পছন্দমতো এক বাক্স চকলেট দিতে পারেন।

৩. উপহার হিসেবে কার্ডও দিতে পারেন। তাতে ভালো লাগা কোনো মুহূর্তের কথা অথবা মনের কোনো ইচ্ছার কথা লিখে দিতে পারেন।

৪. ভালোবাসার মানুষকে দিতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার বই। কথার ছলেই তার কাছ জেনে নিন কোন ধরনের বই তার পছন্দ।

৫. বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে পোশাক উপহার দিতে পারেন।

৬. ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে ভিন্ন রঙ ও সুবাসের পারফিউম এবং বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন।

৭. ফটোফ্রেমে নিজেদের যুগল ছবি ফ্রেমে বাঁধিয়ে প্রিয়জনকে উপহার দিন।

৮. ভালোবাসার মানুষকে গহনাও উপহার দিতে পারেন। নারীরা গহনা খুবই পছন্দ করেন।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.