পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভঙ্গ করেছেন আসিফ আফ্রিদি। আর তাই ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাঁহাতি এই স্পিনারকে।
এক বিবৃতির মাধ্যমে গত ৭ ফেব্রুয়ারি রাতে তাকে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তবে ঠিক কী কারণে তাকে শাস্তি দেয়া হয়েছে বা তার অপরাধের কোনও সুনির্দিষ্ট ধরনের কথা প্রকাশ করেনি পিসিবি।
তবে পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২০২২ সালের পাকিস্তান কাপে অপ্রীতিকর কিছু কান্ড ঘটিয়েছেন আসিফ। যার কারণে আজীবন নিষেধাজ্ঞার মতো শাস্তিও হতে পারতো ৩৬ বছর বয়সী এই স্পিনারের।
পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, আসিফের অপরাধ স্বীকার, অনুশোচনার মাত্রা ও অতীত রেকর্ড বিবেচনা করেই শাস্তি নির্ধারণ করা হয়েছে।। সেবারের পাকিস্তান কাপ টুর্নামেন্টের রানার্সআপ হওয়া দল খাইবার পাখতুনখাওয়ার হয়ে খেলেছিলেন তিনি।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর আসিফকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। সেদিন থেকেই কার্যকর করা হবে দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ। সেক্ষেত্রে ৩৬ বছর বয়সী আসিফের ক্যারিয়ার শেষ বললেও তা খুব একটা ভুল হওয়ার কথা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেকই হয়নি আসিফের। গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছিল তাকে। আর পিএসএলে তিনি খেলেছেন মুলতান সুলতান্সের হয়ে।
অর্থসূচক/এএইচআর