মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সুরেশ রায়নার বন্ধুত্বের কথা ক্রিকেট মহলে খুবই সুপরিচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ভারত জাতীয় দল মিলিয়ে দুজন একসঙ্গে খেলেছেন অসংখ্য ম্যাচ। ধোনির সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নিজ দেশের আগেই ধোনিকে ‘স্থান’ দিয়েছেন রায়না!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংস এবং ভারতের হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়ে একসঙ্গে মাঠ ছেড়েছেন ধোনি ও রায়না। চেন্নাই দলে ধোনির ডেপুটির ভূমিকায় ছিলেন তিনি।
২০১১ সালে ধোনির নেতৃত্বে যেবার ভারত বিশ্বকাপ জিতে, তখনও রায়নার অবদান ছিল উল্লেখ করার মতো। সাত নম্বরে নেমে অনেকগুলো ম্যাচেই ফিনিশিং টেনেছেন এই বাঁহাতি ব্যাটার। পার্ট-টাইম স্পিন বোলিংয়েও দলকে সাহায্য করেছেন নিয়মিত।
সম্প্রতি গণমাধ্যমের সামনে ধোনির প্রসঙ্গ উঠতেই রায়না বলেন, ‘একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছি আমরা। তার সঙ্গে ভারত এবং চেন্নাইয়ে খেলার সৌভাগ্য হয়েছে আমার। একে অন্যের প্রতি অনেক টান আমাদের। আমি প্রথমত ধোনির জন্য খেলতাম। এরপর দেশের জন্য। এটাই যোগসূত্র।’
২০২০ সালের আগস্টে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে একইদিনে নিজেও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন রায়না। গত বছরের সেপ্টেম্বরে অবসর নেন আইপিএল থেকেও। ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেন রায়না। এর মধ্যে ওয়ানডেতে পাঁচ হাজার ৬১৫ রান ও টি-টোয়েন্টিতে এক হাজার ৬০৫ রান করেন তিনি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.