তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, নিহত শতাধিক

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশ ২টিতে অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আলেপ্পো, হামা এবং লাতাকিয়া শহর থেকে প্রাণহানির খবর আসছে। প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়েছে।

সোমবার স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্প হয়। এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে একাধিক জায়গায় ধ্বংসস্তূপে শত শত লোক আটকা পড়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে অন্তত অর্ধশতাধিক জন মারা গেছেন।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পে দেশটিতে অন্তত অর্ধশতাধিক জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ । ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। কিলোমিটার। প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। সাইপ্রাস এবং লেবাননেও কম্পন হয়। সূত্র: সিএনএন

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.