সপ্তাহজুড়ে ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে কমেছে লেনদেনও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে ৬.৯১ শতাংশ। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ  ১০ হাজার ১৪৩ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ২১০  কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকার বা ৬.৯১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৫২ পয়েন্ট বা  দশমিক ০.০২ শতাংশ কমে ৬ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ০.৩ পয়েন্ট বেড়ে বা  বেড়ে ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫৮ পয়েন্ট বা  দশমিক ০৪ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১২৪টির। আর ২০৮টির দাম ছিল অপরিবর্তিত।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধনে উত্থান হয়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩১১ কোটি ২২ লাখ ৫১ হাজার  টাকা বা ০.০৪ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ২৬৯ কোটি  ৫৬ লাখ ৫ হাজার টাকার। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায়  ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.