৬৬ রানে অলআউট নিউজিল্যান্ড, সিরিজ জয় ভারতের

আহমেদাবাদে শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ১৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। টেস্ট খেলুড়ে দুই দেশের টি-টোয়েন্টি ম্যাচে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই জয়ে ঘরের মাঠের তিন ম্যাচ সিরিজটি ২-১ ব্যবধানে জিতল ভারতীয়রা।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২৩৪ রান তোলে ভারত। জবাবে ১২.১ ওভারের মধ্যে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় ব্ল্যাকক্যাপসরা। হার্দিক পান্ডিয়া, আর্শদিপ সিংদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন একেবারেই সুবিধা করতে পারেনি কিউইরা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। এ দিন দলটির হয়ে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল দুজন। ড্যারিল মিচেলের ব্যাটে আসে ২৫ বলে ৩৫ রানের ইনিংস। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল সান্টনার করেন ১৩ বলে ১৩ রান। ভারতীয়দের হয়ে ১৬ রান খরচায় চার উইকেট নেন হার্দিক। দুটি করে উইকেট নেন আর্শদিপ, উমরান মালিক এবং শিভাম মাভি।

এর আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার ইশান কিশানের উইকেট হারায় ভারত। মাইকেল ব্রেসওয়েলের বলে লেগ বিফোরের শিকার হয়ে বিদায় নিয়েছেন তিনি। তারপর ৮০ রানের জুটি গড়েন গিল ও রাহুল ত্রিপাঠি। ২২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রান করে বিদায় নেন ত্রিপাঠি। ১৩ ওভারের মধ্যে ফিরে যান সূর্যকুমার যাদবও। ১৩ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৪ রান আসে সূর্যের ব্যাটে। ততক্ষণে হাত খুলে খেলা শুরু করেন গিলও। শেষপর্যন্ত ৬৩ বলে ১২টি চার ও সাতটি ছক্কায় ১২৬ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে কোনো ব্যাটারের এটাই সর্বোচ্চ স্কোর। শেষদিকে ১৭ বলে ৩০ রানের একটি ক্যামিও খেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক। ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও মিচেল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.