বগুড়া-৪: পাঁচ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহলু) ও বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার পাঁচটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একতারা প্রতীক।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ পাচঁটি কেন্দ্রে হিরো আলমের একতারা প্রতীক পেয়েছে ১৩০৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১৪ দল মনোনীত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে তিনটি কেন্দ্রে পেয়েছেন ৩৭৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল দুটি কেন্দ্রে ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬৫ ভোট।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ১৪ দলীয় জোটের মনোনীত জেলা জাসদের সভাপতি সাবেক এমপি একেএম রেজাউল করিম তানসেন (মশাল), সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল (লাঙল), জাকের পার্টির আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দিন মন্ডল (ডাব), হিরো আলম (একতারা), স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (কলার ছড়া), গোলাম মোস্তফা (দালান), মুশফিকুর রহমান কাজল (ট্রাক)।

এরআগে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.