ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পৌঁছালে সেটি পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. সেলিম মিয়া বলেন, ‘ভোররাতে দিকে ঢাকাগামী একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের সঙ্গে পিছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর আছরে পড়ে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন মারা যায়। তবে, এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.