২ হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় পুঁজি

আফিয়া প্রত্যাশার ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। হাফ সেঞ্চুরির পর প্রত্যাশা ফিরলেও শেষদিকে তাণ্ডব চালান স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার। তাদের দুজনের ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে বাংলাদেশের মেয়েরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে প্রত্যাশা ও মিষ্টির ব্যাটে দারুণ শুরু করে বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে তারা। দুলাঙ্গা দিসানায়েকের বলে ছক্কা মেরে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন প্রত্যাশা। ইনিংসটি খেলতে ৫টি চার ও তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ওপেনার।

যদিও হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। রাশমি নেথরাঞ্জলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫৩ রান করা প্রত্যাশা। একই ওভারে রান আউট হয়েছেন মিষ্টি সাহা। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১৪ রান। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশের মেয়েরা। দারুণ ব্যাটিংয়ে চারে নেমে মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া দিলারা ৩৬ রানে অপরাজিত ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.