বিনিয়োগ বাড়াবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরিচলনা পর্ষদ ভেঞ্চার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানির পর্ষদ ৩ কোটি টাকা বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বর্মানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫ কোটি টাকা; যা কোম্পানির পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ।

রোববার ক্রিস্টাল ইন্স্যুরেন্স সর্বশেষ ডিএসইতে ৩৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.