সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি দিল ইরান

যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ৷ তিনি ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক ছিলেন। সাবেক এ উপ-প্রতিরক্ষামন্ত্রী অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি৷

ইরানের সংবাদমাধ্যম মিজান আলিরেজা আকবরিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে তাদের প্রতিবেদনে জানিয়েছে৷ তবে কখন এ দণ্ড কার্যকর হয়েছে, তা জানা যায়নি৷

ইরানের দাবি, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর জন্য কাজ করছিলেন আকবরি এবং কয়েক বছর ধরে এই গোয়েন্দা সংস্থাটির সাথে বিশ্বের বিভিন্ন দেশে গোপন বৈঠক করেছেন৷ এছাড়া ২০২০ সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহের হত্যাকণ্ডের সাথে আকবারি জড়িত বলে জানায় কর্তৃপক্ষ৷

এদিকে মৃত্যুদণ্ডের বিষয়টিকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য৷ তাছাড়া আকবরিকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে ব্রিটিশ সরকার৷

দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘একটি বর্বর সরকার নিজের জনগণের মানবাধিকারকে সম্মার করে না৷ তারা এই কাপুরুষোচিত কাণ্ড ঘটিয়েছে৷’

তার আগে শুক্রবার ব্রিটিশ ফরেন সেক্রেটারি জেমস ক্লেভারলি ইরানকে ফাঁসির দণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছেলেন৷ একই আহ্বান জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷
উল্লেখ্য, ইরান সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দ্বৈত নাগরিক ও বিদেশে পাকাপাকিভাবে বসবাস করা কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷

গত বছর যুক্তরাজ্য ইরানের কাছে থাকা ঋণ পরিশোধের ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর পর তেহরান ব্রিটিশ-ইরানি নাগরিক নাজনিন জাঘারি-র‌্যাটক্লিফ ও আনুশেহ আশুরিকে মুক্তি দিয়ে ইরান ত্যাগের অনুমতি দেয়৷ তবে এখনো দেশটিতে আটক আছেন বেশ কয়েকজন ব্রিটিশ ও মার্কিন নাগরিক৷ ১৯৭০ সাল থেকে যুদ্ধাস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি অথনৈতিক চুক্তির বিষয়ে ইরান ও যুক্তরাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.