কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ইবিএলের পুনঃঅর্থায়ন চুক্তি

ইস্টার্ণ ব্যাংক লিঃ (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয়ে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরের করছেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সর্বোচ্চ ৪ শতাংশ হারে বিতরণযোগ্য কৃষি খাতের জন্য নির্ধারিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার, এবং ডেপুটি গভর্ণর একেএম সাজেদুর রহমান খানও উপস্থিত ছিলেন।

অর্থসূচক / এইচএআই

মন্তব্য
Loading...