১০০ রানও করতে পারল না চট্টগ্রাম

বিপিএল

পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। তবে টসে হেরে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ১০০ রানও তুলতে পারেনি চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান সংগ্রহ করেছে দলটি।

ম্যাচটিতে টস ভাগ্য গিয়েছিল সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে। প্রতিপক্ষ অধিনায়কের আমন্ত্রনে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনে করলেও দলীয় ১১ রানে প্রথম উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। তৃতীয় ওভারের শেষ বলে মাশরাফির ওভারে জাকির হাসানের সরাসরি থ্রো-তে রান আউট হন ওপেনার মেহেদি মারুফ।

১৪ বলে ১১ রান করে মারুফ ফিরলে পঞ্চম ওভারে আরেক ওপেনার ডারউইশ রাসুলিকে বিদায় করেন মোহাম্মদ আমির। দারুন এক বাউন্সারে তার ক্যাচটি লুফে নেন উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম। ২ উইকেট হারিয়ে বসা দলটিকে আরও বিপদে ফেলেন রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোমকে বিদায় করেন দলীয় ২২ রানে। এক রানে শুভাগত ফিরলে ২২ রানের জুটি গড়েন আল আমিন জুনিয়র ও আফিফ হোসেন। তবে ১০ম ওভারের ঠিক আগে দলীয় ৪৪ রানে আল আমিন ফেরেন কলিন অ্যাকারম্যানকে উইকেট ছুড়ে দিয়ে।

২০ বলে ১৮ রান করে আল আমিন বিদায় নিলে দলীয় ৪৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে উসমান খানকে বিদায় করেন রাজা।এরপর তৃতীয় উইকেট হিসেবে উম্মুক্ত চাদকেও বিদায় করেন সিলেটের এই পেসার। ৬২ রানে ৬ উইকেট হারানো দলটিকে আরও বিপদে ফেলেন মাশরাফি।

নিজের শেষ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলীয় ৬৭ রানে আউট করেন মাশরাফি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্তে একাই লড়ছিলেন আফিফ হোসেন। কিন্তু ১৬তম ওভারে মোহাম্মদ আমিরের বলে ২৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তিনি।

৭৪ রানে ৮ উইকেট হারানো দলটির শঙ্কা জাগে ১০০’র আগে গুটিয়ে যাওয়ার। শেষের দিকে নেমে রাজার গতির সামনে দাড়াতে পারেননি নিহাদউজ্জামানও। ইমাদ ওয়াসিমের তালুবন্দি হয়ে তিনি ফেরেন ৮ রানে। ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে স্পেল শেষ করেন রাজা।

শেষ ওভারে পেরেরার বিপক্ষে উইকেট না ছুড়ে দলেও স্কোরবোর্ডে বেশি রান যোগ করে পারেননি মালিন্দা পুশপাকুমারাও মেহেদি হাসান রানা। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। রাজা ছাড়া ৭ রানে ২ উইকেট নেন মোহাম্মদ আমির।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.