ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৭৭ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সাউথ বাংলা ব্যাংক ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রামীণফোন ২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, বিএটিবিসি, বিডি ল্যাম্পস, বিকন ফার্মা,বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বিএসআেএম স্টিল লিমিটেড, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ফারিইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইনডেক্স অ্যাগ্রো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, কেডিএস অ্যাক্সেসরিজ, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং,ম্যারিকো, মতিন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, আরডি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সাউথ বাংলা ব্যাংক, সী পার্ল বীচ, সোনালী পেপার, সাউথইস্ট ব্যাংক,স্কয়ার ফার্মা,তিতাস গ্যাস ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.