বিদায়ী বছরে বেড়েছে এসএমই কোম্পানি

বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা। ২০২২ সালে ডিএসইর এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়ায় ১৫টি। কোম্পানিগুলোর মোট লেনদেনের পরিমাণ ২ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বছর শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৯০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা। ২০২২ সালে এসএমই উদ্যোক্তারা ৬টি কোম্পানির (মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড, কৃষিবিদ সিড লি., স্টার অ্যাডেসিভস লিমিটেড, বিডি পেইন্টস লিমিটেড, আছিয়া সি ফুডস লি. এবং নিয়ালকো অ্যালোস লিঃ) মাধ্যমে ৬১১ মিলিয়ন টাকা মূলধন উওোলন করে৷ অপরদিকে ২০২১ সালে ৪টি কোম্পানি  ৫৩০ মিলিয়ন টাকা মূলধন উওোলন করেছিল৷

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ডিএসই ২০২১ সালে ৬টি এসএমই কোম্পানি নিয়ে স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে লেনদেনের শুভসুচনা করে৷

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.