ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দ্বিতল বাসের ধাক্কায় মোহাম্মদ আল আমিন নামে এক পথচারী নিহত হয়েছেন৷ ওই বাসটির চালক বজলুর রহমানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টঙ্গী-গাজীপুর রুটের ‘ক্ষণিকা’ বাসটি গতকাল বিকেলে ক্যাম্পাস থেকে গাজীপুর যাচ্ছিল৷ ফার্মগেট পার হয়ে বিজয় সরণি মোড়ের আগেই বাসটি এক পথচারীকে ধাক্কা দেয়৷ রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ওই পথচারীর মৃত্যু হয়৷ বাসচালক বজলুর রহমানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি৷
হাবিবুর রহমান বলেন, ‘বাসটির ধাক্কায় নিহত ব্যক্তি পায়ে ও মাথায় আঘাত পান। কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়৷ সর্বশেষ নেওয়া হয় মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। আল আমিনের স্বজন মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
সূত্র জানিয়েছে, বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেটে অবস্থিত সিএসএল নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আল আমিন।
দুর্ঘটনার সময় ওই বাসেই থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমি ক্ষণিকা বাসে উঠি সাড়ে ৪টার সময়৷ রাস্তায় অনেক জ্যাম থাকায় বাসটি ফার্মগেট পৌঁছাতে প্রায় ৫০ মিনিট সময় লাগে, যা অন্য দিনের চেয়ে বেশি৷ এরপর ফার্মগেট পার হয়ে বাসটি উল্টো পথ দিয়ে যেতে থাকে। সে সময় দুর্ঘটনা ঘটে৷ আমি ছিলাম বাসের দ্বিতীয় তলায়৷ হঠাৎ শব্দ শুনি৷ এরপর জানতে পারি একজন ব্যক্তি বাসের নিচে৷ সম্ভবত তিনি মোটইরসাইকেলে ছিলেন৷ দুর্ঘটনার পরে শিক্ষার্থীরা গাড়ি থামাতে বললেও ড্রাইভার গাড়ি না থামিয়ে বিজয় স্মরণি অতিক্রম করেন৷ শিক্ষার্থীদের চাপে তিনি এক পর্যায়ে গাড়ি থামাতে বাধ্য হন৷ এরপর কয়েকজন শিক্ষার্থী দৌড়ে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান৷
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.