রমিজের কড়া সমালোচনায় পিসিবির নতুন চেয়ারম্যান

রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব নিয়েছেন নাজাম শেঠি। নতুন এই চেয়ারম্যান দায়িত্ব নিয়েই রমিজের কড়া সমালোচনা করেছেন। তিনি ক্ষোভ ঝেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপরেও।

পিসিবির বর্তমান চেয়ারম্যান বলেছেন, ‘ওরা কী করেছে সেটা আমাদের সামনেই আছে। সব তছনছ করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের বিশাল ক্ষতি করে দিয়েছে। এখন আবার সব ভালো করতে হবে। শূন্য থেকে শুরু করতে হবে। সেটাই বড় চ্যালেঞ্জ। কিভাবে সব ঠিক করব সেটা ভেবে রাতে ঘুমোতেও পারছি না।’

এর আগেও একবার পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন শেঠি। সেই সময় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দক্ষ সংগঠক। যদিও ইমরান খান ক্ষমতায় আসার পর তার দায়িত্ব ছাড়তে হয়।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিতে চাইনি। আমাকে বলা হয়েছিল তিন মাসের জন্য দায়িত্ব নিতে। সংবিধান পরিবর্তন করতে। সেটা করেছিলাম। কিন্তু আইনি প্রক্রিয়ায় সব আটকে যায়। এক বছর পরে আবার সুযোগ আসে। প্রথমেই পাকিস্তান সুপার লিগের আয়োজন সাফল্যের সঙ্গে করেছি। কিন্তু ইমরান ক্ষমতায় আসার পরে আমি জানতাম, ও নিজের লোকদের ক্ষমতায় আনবে। মতের মিল হচ্ছিল না বলে সরে গিয়েছিলাম।’

বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বাকযুদ্ধ চলছে। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে ভারত বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছিলেন রমিজ। শেঠি অবশ্য কিছুটা নমনীয় হয়েছেন।

তার ভাষ্য, ‘এত তাড়াতাড়ি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি জানি না, আগের বোর্ড প্রধান কি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি কিছু শুনেছি। কিন্তু পরিস্থিতি দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। কারণ, সেই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। ভারতে খেলার বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। সব সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। ওরা যা বলবে সেটাই হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.