স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহকরা পাচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনে বিশেষ সুবিধা

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং গ্রে ডি ষ্টুডিও গ্রাহকদের বাড়ি সংস্কার ও ইন্টেরিয়র ডেকোরেশন কাজে বিশেষ সুবিধা দেয়ার লক্ষে এক চুক্তি স্বাক্ষর করে। এর ফলে যেসব গ্রাহক তাদের বাড়ি নতুন করে সাজানোর কথা ভাবছেন তারা নতুন ডিজাইনের আইডিয়া ও অর্থায়ন উভয় সুবিধাই পাবেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে উপস্থিত ছিলেন ফয়সাল হক, হেড, প্রায়োরিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট; আনোয়ার তৌহিদ, হেড, মর্টগেজ এন্ড অটো লোন এবং আসিফ রহমান, ডিরেক্টর, সাদিক, কনসিউমার, প্রাইভেট এন্ড বিজনেস ব্যাংকিং। গ্রে ডি ষ্টুডিও থেকে উপস্থিত ছিলেন, মুহিতুল আল কায়সার, চেয়ারম্যান; মুকসিতুল এম তানিম হাসান, ডিরেক্টর এন্ড হেড, সেলস এন্ড মার্কেটিং এবং ফাহাদ বিন সাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।

স্ট্যান্ডার্ড চার্টার্ড হোম লোন এবং সাদিক ইসলামিক হোম ফাইন্যান্স পেতে চাইলে গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করতে পারেন অথবা ২৪-ঘন্টা ক্লায়েন্ট কেয়ার সেন্টারে কল দিতে পারেন।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.