ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং যান্ত্রিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহতামিম মাহদি ফারুক সম্প্রতি ঢাকায় একটি গ্রাহক সুবিধা চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করছেন।
চুক্তিটির ফলে ইবিএল নারী গ্রাহকরা বিনামুল্যে পরামর্শ সেবা ছাড়াও যান্ত্রিকের যানবাহন ব্যবস্থাপনা সেবার ওপর বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন।
ইবিএল হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, ওমেন ব্যাংকিং এর ভারপ্রাপ্ত প্রধান নাতাশা কাদের; যান্ত্রিকের সহ-প্রতিষ্ঠাতা ও সিওও বিপ্লব চন্দ্র বিশ্বাস ও চেয়ারম্যান ফারহানা চৌধুরী রিতু এ সময় উপস্থিত ছিলেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.