ব্লক মার্কেটে ৮১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮১ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানিটি ২০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ১৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সী পার্ল বীচ ১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ২ কোটি ৪ লাখ, বিএটিবিসি ১ কোটি ১০ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৪৯ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ১ কোটি ২১ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ১৪ লাখ, সাউথবাংলা ব্যাংক ৬ কোটি ৮২ লাখ, সাউথইস্ট ব্যাংক ১ কোটি ৯৫ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ১৬ লাখ, ইউনিলিভার কনজিউমার ১ কোটি ৬২ লাখ টাকা লেনদেন করেছে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.