টেস্ট দলের জন্য আরও সময় চান বাবর

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট হেরে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সেই সঙ্গে কোচিং স্টাফরাও সমালোচকদের কাছ থেকে রেহাই পাচ্ছেন না। সাকলাইন মুশতাক, মোহাম্মদ ইউসুফ, শন টেইটদের চাকরি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

কোচিং স্টাফরা অবশ্য কঠিন সময়ে অধিনায়ক বাবর আজমকে পাশে পাচ্ছেন। এই কোচদের অধীনেই দারুণ পারফর্ম করেছে চলতি বছর। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘আমাদের সেরা ম্যানেজমেন্ট আছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আমাদের কোচিং প্যানেল, তাদের অধীনেই পাকিস্তান দারুণ পারফরম্যান্স করেছে। কোচরা শুধু আপনাকে পরিকল্পনা দিতে পারে এবং অভিজ্ঞতা ভাগাভাগি করে দিতে পারে। মাঠে ক্রিকেটারদেরই সবকিছু প্রয়োগ করতে হবে।’

পাকিস্তান দলের অনেক ক্রিকেটারই ফর্মে নেই। এমনকি অনেকে নেই ইনজুরির কারণে। বাবর আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘টেস্ট দল হিসেবে গড়ে উঠতে পাকিস্তানের সময় লাগবে। আমাদের তরুণ ক্রিকেটারদের সমর্থন যোগাতে হবে যারা আমাদের টেস্ট স্কোয়াডে রয়েছে। আমরা বর্তমানে টেস্ট দল গঠনের পর্যায়ে রয়েছি। এ কারণে আমাদের ছয়জনের অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে নেই বা ফিট নেই। এ কারণে আমাদের ভুগতে হয়েছে।’

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে হারেরও ব্যাখ্যা দিয়েছেন বাবর। তিনি বলেছেন, ‘আমরা ব্যাট হাতে পারফর্ম করতে পারিনি এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি ইংল্যান্ডের বিপক্ষে। এ কারণেই আমরা চাপে পড়ে গিয়েছিলাম।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.