বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং আমাল ফাউন্ডেশন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি, এসএমই নারী উদোক্তাদের আর্থিক অন্তর্ভূক্তি বিস্তার, ব্যাংকের নিকট গ্রহনযোগ্যতা এবং অর্থায়ন সুবিধা প্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।
ইবিএল হেড অব লায়ালিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক এবং আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইসরাত করিম ইভ সম্প্রতি ঢাকায় এতদ্বসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিনিময় করছেন।
ইবিএল ওমেন ব্যাংকিং ভারপ্রাপ্ত প্রধান নাতাশা কাদের এবং আমাল ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম সারাহ জাবিন ক্রিস্টিসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.