ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানী স্থাপনাগুলোর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ১০ মাস আগে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হওয়ার পর গতকালের এ হামলাকে ‘অন্যতম বড় হামলা’ বলে অভিহিত করা হচ্ছে।
ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় দেশটির মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে তিনজন এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আরেকজন নিহত হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রাশিয়ার নিক্ষিপ্ত ৭৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি ভূপাতিত করেছে। দেশটির জ্বালানীমন্ত্রী জেরমান গালুশেঙ্কো বলেছেন, নয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে বহু ঘরবাড়ি গরম রাখার ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের গোলার আঘাতে ১২ জন নিহত হয়েছে। খবর- পার্সটুডে
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.