বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মর্তুজ আলী

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক মো. মর্তুজ আলী। রোববার (১১ ডিসেম্বর) তিনি পদোন্নতি পান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।

তিনি বাংলাদেশ ব্যাংকে ইতোপূর্বে ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ (বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. মর্তুজ আলী কর্মক্ষেত্রে ২৯ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন।

মর্তুজ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এমএসসি এজি. ইকন ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন ও কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে এখন পর্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মজীবনে তিনি বগুড়া, রাজশাহী ও রংপুর অফিসে এবং প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগে সাফল্যের সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.