ঢাকার সঙ্গে উত্তর-দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন যোগা‌যোগ বন্ধ

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হ‌য়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন যোগাযোগ বন্ধ র‌য়ে‌ছে। এদিকে এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। ফলে চালকরা বিকল্প পথে যাতায়াত করছেন।

সোমবার (১২ ডি‌সেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাই‌নের রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাচ্ছিল। কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে বন্ধ র‌য়ে‌ছে ওই রেললাই‌নে ট্রেন চলাচল।

টাঙ্গাই‌লের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার মো. সো‌হেল বলেন, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানানো হ‌য়ে‌ছে। মালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। প‌থে রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনচ‌্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.