ঋণ পরিশোধে আবারো বিশেষ সুবিধা চায় ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও এফবিসিসিআই’র এক বৈঠক শেষে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, করোনার সময় বাংলাদেশ ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছিলো। এই সুবিধার মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হবে। কিন্তু সংগঠনের পক্ষ থেকে আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা এখনো অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছি। তাই ঋণের কিস্তি পরিশোধে বিশেষ সুবিধার মেয়াদ আরও বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।
তিনি আরও বলেন, রমজানের পণ্য আমদানিতে এলসি খুলতে রিজার্ভ থেকে ডলার সহায়তা চাওয়া হয়েছে। এছারা ঋণের সুদের ক্যাপ না উঠাতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.