ইরানে আরও এক বিক্ষোভকারীর ফাঁসি

চলমান বিক্ষোভের সময় গ্রেপ্তার করা দ্বিতীয় আরেক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরান ৷ মজিদরেজা রাহনাভার্ড নামের ঐ ব্যক্তি দুজন নিরাপত্তা কর্মীকে হত্যায় অভিযুক্ত হয়েছিলেন বলে দেশটির বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে৷

এছাড়া ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার দায়েও মজিদরেজাকে অভিযুক্ত করা হয়৷ ইরানের শরিয়া আইনে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড৷

এক সপ্তাহ আগে মোহসেন শেকারি নামে ২৩ বছরের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছিল৷ অ্যাক্টিভিস্টদের দাবি, শেকারির উপর অত্যাচার চালিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে৷

শেকারির ফাঁসির সমালোচনা করেছিল আন্তর্জাতিক বিশ্ব৷ সোমবার ইরানের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক করার কথা৷ সেখানে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে৷

ইরানে নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ চলছে৷ ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে সংঘটিত বড় বিক্ষোভগুলোর মধ্যে এটি একটি বলে ধরা হচ্ছে৷ ইরান কর্তৃপক্ষ বলছে বিক্ষোভের পেছনে বিদেশি শক্তিগুলোর হাত আছে৷

মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভে প্রায় ৫০০ জন মারা গেছেন৷ এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর মধ্যে কমপক্ষে ১১ জনের বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছে৷ সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.