দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলবেন নেইমার

সব শঙ্কা আর অনিশ্চয়তা দূরে ঠেলে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন পিএসজির এই তারকা। যে কারণে খেলতে পারেননি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে।

গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের খেলা প্রসঙ্গে ব্রাজিলের কোচ তিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রোববার বিকেলে নেইমার অনুশীলন করেছেন। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে ঠিকঠাক অনুশীলন করেছে।’

প্রথম ম্যাচে ব্যথা পাওয়া আরেক ফুটবলার দানিলোকেও কোরিয়ার বিপক্ষে খেলতে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের এবং ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে দানিলোকেও পাননি কোচ।

নেইমারকে বিকল্পন ভূমিকায় রাখা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ বলেছেন, ‘ম্যাচের শুরু থেকে সেরাদের নামানোটা আমি পছন্দ করি। নেইমারের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে দলের মেডিক্যাল টিমের পুরো সমর্থন নিয়েই মাঠে নামানো হবে তাকে।’

তিতে বলেছেন, ‘নেইমার খেলবেন, যেহেতু সে এখন সুস্থ। তাই বলবো নেইমার শুরু থেকেই খেলবেন এবং কোনো সীমাবদ্ধতা ছাড়াই সে খেলার জন্য প্রস্তুত।’

আজ (সোমবার) রাত ১ টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ৫ বারের চ্যাম্পিয়নরা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.