হাফ সেঞ্চুরি করলেন শান্ত

প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত ‘এ’ দল। ভারতীয় ব্যাটাড়দের কাছে পাত্তাই পাননি খালেদ আহমেদ-রেজাউর রহমান রাজারা। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪৬৫ রান তোলে ইনিংস ঘোষণা করেছিল তারা।

৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ভারতের পাহাড়সম লিডের নিচে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। লম্বা সময় ধরে রান খরায় ভুগতে থাকা জয় এদিন ভালো শুরু পেয়েছেন। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ওপেনার। ২১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তার বিদায়ে ৭১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গেছে।

জয়ের বিদায়ের পর শক্ত হাতে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির। দুইজনই হাফ-সেঞ্চুরি তোলে নিয়েছেন। ওপেনার জাকিরের পর ১০৪ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। ৫৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৫৭ রান। ৯ উইকেটে হাতে নিয়ে ভারতের চেয়ে এখনও ১৯৬ রানে পিছিয়ে আছে মোহাম্মদ মিথুনের দল। জাকির ৭৪ রানে অপরাজিত আছেন।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.