এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশে শুক্রবার সকালে দেশ ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের আমন্ত্রণে এই সফর তার।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দুই দেশের বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। পাশাপাশি ইস্তাম্বুল শিপইয়ার্ডে পাকিস্তানের নৌবাহিনীর জন্য চারটি জাহাজ উদ্বোধন করবেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বিস্তর আলোচনা করবেন দুই নেতা।

পাকিস্তান ও তুরস্ক সৌহার্দ্য এবং পারস্পারিক বিশ্বাসের দ্বারা আবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২২ সালে মে-জুনে তুরস্কে সফর করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.