আগ্রহ বেশি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ সবরচয়ে বেশি। কোম্পানিটি লেনদেন শুরুর পর থেকে ধারাবাহিকভাবে শেয়ারটির দর বাড়াছে। গত ২০ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫৪ টাকা বা ৪৯০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর পর থেকে প্রতিদিনই শেয়ারটি বিক্রেতা ‍শূন্য হয়ে যাচ্ছে। আর প্রতিদিনিই টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স গত ৩০ অক্টোবর ডিএসইতে ১১ টাকা দরে লেনদেন শুরু করে। আজ ২৪ নভেম্বর ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৫০ পয়সা দরে লেনেদেন হয়। অর্থাৎ গত ২০ কর্মদিবসে শেয়ারটির দর ৫৪ টাকা বেড়েছে।

আজ বৃহস্পতিবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

এদিন কোম্পানিটি ৫১ হাজার ৯৩২টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৫৭ লাখ টাকা।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.