প্রথম পছন্দই ছিল মুশফিক, ড্রাফট শেষে মাশরাফি

লম্বা সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দে ছিলেন না মুশফিকুর রহিম। ২০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারেও সেভাবে নিজের সক্ষমতার ছাপ রাখতে পারেননি তিনি। দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠার পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক।

২০ ওভারের ক্রিকেট ছাড়লেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। বিপিএলের এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তিনি। নিজেদের প্রথম ডাকেই মুশফিককে দলে নেয় তারা। ড্রাফট শেষে মাশরাফি বিন মুর্তজা জানালেন, মুশফিকই তাদের প্রথম পছন্দ ছিলেন।

এ প্রসঙ্গে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘মুশফিক সবসময় চ্যাম্পিয়ন। মুশফিক যেকোন ম্যাচে, যেকোন সময়, যেকোন মুহূর্তে…. ও সবসময় সেরাটা দিয়ে আসছে। কিন্তু একজন খেলোয়াড়ের কি কোন নিশ্চয়তা আছে? অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওইদিনের উপর। খেলোয়াড় হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন মনে হয় এখানের কারও আছে। এখন কেমন করবে সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। যে পরিকল্পনা ছিল সেটা অনুযায়ীই পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’

বিপিএলে বরাবরই দুর্দান্ত মাশরাফি। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে ৫ বার শিরোপা জিতেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যেখানে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্লাডিয়েটর্স এবং জেমকন খুলনার হয়ে শিরোপা জিতেছেন মাশরাফি। তিনি বলেন, ‘এখানে প্রত্যেকটা দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। চ্যাম্পিয়নের তো কোন নিশ্চয়তা দেয়া যায় না, এটার নিশ্চয়তা নাইও। যত ভালো দলই করেন না কেন চ্যাম্পিয়নের কোন নিশ্চয়তা নেই। অনফিল্ডে যারা ভালো খেলবে তাদের সুযোগ ভালো থাকবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.