পা ভাঙার পর ২ রাত ঘুমাননি ম্যাক্সওয়েল

বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পা ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। পা ভেঙে যাওয়ার ব্যথায় দুই রাত ঘুমাতেও পারেননি অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। কয়েকদিন পার হলেও এখনও ব্যথা কমেনি ম্যাক্সওয়েলের।

গত ১২ নভেম্বর মেলবোর্ন স্টার্সের একটি অনুষ্ঠানে যোগ দেন ম্যাক্সওয়েল। একই দিন সন্ধ্যায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যান তিনি। সেই অনুষ্ঠানে বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান ম্যাক্সওয়েল।

এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেন, ‘আমি সম্ভবত দুই রাত ঘুমাতেই পারিনি। আমি খুব কষ্টে ছিলাম। এই দুই দিন ছিল খুবই ভয়ঙ্কর। আমার স্ত্রী এ সময় অবিশ্বাস্য সমর্থন দিয়েছে। আমার ফিবুলা ভেঙে গেছে। আমি এর শব্দ শুনতে পেরেছি।’

তার সেই বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের ওপর। বন্ধুর পায়ের চাপেই ম্যাক্সওয়েলের বাঁ-পায়ের হাড় ভাঙে! সেদিনই হাসপাতালে নেয়া হয় তাকে। ভাঙা পায়ে করা হয় অস্ত্রোপচার। সফলভাবেই শেষ হয় অস্ত্রোপচার। তবে বেশ কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে। ধারণা করা হচ্ছে অন্তত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে উঠতে।

পা ভেঙে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। একই ইনজুরির কারণে বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকেও ছিটকে যেতে পারেন তিনি। শুধু ইংল্যান্ড সিরিজ কিংবা বিবিএল নয়, আগামী ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচেও খেলা হচ্ছে না তার। ম্যাক্সওয়েলের ইনজুরিতে আশাহত হন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি।

ইংল্যান্ড সিরিজে ইতোমধ্যেই ম্যাক্সওয়েলের বদলি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের জায়গায় আসন্ন এই সিরিজে খেলবেন শন অ্যাবট।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.