এমবিএল ট্রেইনিং ইনস্টিটিউটে বেঙ্গল ব্যাংকের এমটিওদের প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংক ট্রেইনিং ইনস্টিটিউট সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ১৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করে। এমবিটিআই ক্যাম্পাসে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে বেঙ্গল ব্যাংকের ২৮  জন এমটিও অংশ নেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সটি উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে এমবিএল এমডি, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালনের পাশাপাশি সর্বোত্তম গ্রাহক সেবার মাধ্যমে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন। একইসাথে ভালো ব্যাংকার হতে নৈতিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে নবীন কর্মকর্তাদের আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বেঙ্গল কমার্শিায়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন বেঙ্গল ব্যাংকের এমটিওদের জন্য প্রশিক্ষণ আয়োজন করায় মার্কেন্টাইল ব্যাংক ট্রেইনিং ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এসএমই ডিভিশন প্রধান ও এমবিটিআই ফ্যাকাল্টিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.