এমিরেটস ও গালফ এয়ারের কোডশেয়ার চুক্তি

এমিরেটস এয়ারলাইন এবং গালফ এয়ার সম্প্রতি একটি কোডশেয়ার চুক্তি সম্পন্ন করেছে। এর ফলে গালফ এয়ার যাত্রীরা ভায়া দুবাই এমিরেটসের ফ্লাইটে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং দুরপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সহজেই ভ্রমন করার সুযোগ পাবেন।

এমিরেটস এয়ার লাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এবং গালফ্ এয়ারের প্রধান নির্বাহী ক্যাপ্টন ওয়ালিদ আল আলাওয়াই চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে দুবাই থেকে বুদাপেস্ট, প্রাগ, ওয়ারশ, আলজেরিয়া, তিউনিস, বালি, হ্যানয়, হোচিমেন সিটি, তাইপে, সাওপাওলো শহরগুলোতে পরিচালিত এমিরেটস ফ্লাইটে গালফ এয়ারের কোডও স্থান পাবে। কম্বাইন্ড টিকিটিং ও চেক-ইন, নিরবিচ্ছিন্ন ব্যাগেজ পরিবহনসহ অন্যান্য সুবিধা পাবেন গালফ এয়ার যাত্রীরা।

বর্তমানে সারাবিশ্বে ২৬টি এয়ারলাইন ও দুটি রেল কোম্পানীর সঙ্গে এমিরেটসের কোডশেয়ার চুক্তি রয়েছে। যার ফলে এমিরেটস যাত্রীরা তিন শতাধিক গন্তব্যে সহজ ভ্রমন সুবিধা পাচ্ছেন।

বর্তমানে এমিরেটস ও গালফ এয়ার উভয়েই ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.