ব্যাগ উৎপাদন শুরু করেছে এসকে ট্রিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস নতুন পণ্য হিসেবে ব্যাগ উৎপাদন শুরু করেছে। কোম্পিানিটি চলতি বছরের নভেম্বর মাস থেকে নতুন পণ্য উৎপাদন শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ব্যাকপ্যাক, ডাফল ব্যাগ, টটি ব্যাগ এবং লাগেজ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি নতুন মেশিনের ৮টি লাইন দিয়ে উৎপাদন শুরু করেছে।

এসকে ট্রিমসের ২টি লাইনে প্রতিদিন ৫ হাজার ব্যাগ উৎপাদন করতে পারবে। বাকী ৬টি লাইনে প্রতিদিন কোম্পানিটি ৩ হাজার ব্যাগ উৎপাদন করতে পারবে।

কোম্পানিটি আরও জানায়, এই ব্যাগ রপ্তানি করে ২৫ শতাংশ মুনাফা আসবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.