ভারত-পাকিস্তানকে ফাইনালে দেখছেন ওয়াটসন

অনেক সমীকরণ পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যদিও সেমিফাইনালে দেখা হচ্ছে না তাদের। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করবে ভারত। যদিও ফাইনালে ভারত-পাকিস্তানকেই দেখছেন অস্ট্রেলিয়ার সাবে অলরাউন্ডার শেন ওয়াটসন।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। যদিও তাদের খেলতে হয়েছিল শেষ বল পর্যন্ত। এই ম্যাচটি দেখতে পারেননি ওয়াটসন।

তাই আক্ষেপ করে তিনি বলেছেন, ‘সবাই ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে সবাই পছন্দ করবে। দুর্ভাগ্যবসত আমি এমসিজির ম্যাচটি মিস করেছি। এটা আমি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ম্যাচে ধারাভাষ্যের সময় বলেছিলাম। কিন্তু সব রিপোর্টে এবং যারা এই ম্যাচে গিয়েছিল তারা বলেছে ম্যাচটি বিশেষ কিছু ছিল। টিভিতে দেখার জন্যও দারুণ ম্যাচ ছিল।’

ওয়াটসন বলেন, ‘বিশেষ করে তারা (পাকিস্তান) আশাও করেনি সেমিফাইনাল খেলবে। কারণ তারা এই টুর্নামেন্টে ভালো করেনি। টুর্নামেন্টে তারা এতো ভালো না করার পরও স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতাটাই কিউইদের জন্য বিপজ্জনক হতে চলেছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.