ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান হলেন রোমানা চৌধুরী

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোমানা রউফ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন পরিচালক। ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন রোমানা। এ ছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল এবং কলাম্বিয়া বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এডুকেশন কোর্স সম্পন্ন করেছেন তিনি।

একজন শিল্পোদ্যোক্তা হিসেবে রোমানা রউফ চৌধুরী ২৫ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন এবং খাদ্য, রিটেইল এবং স্থাপত্যের মতো বিভিন্ন ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

তিনি সি ন্যাচারাল ফুড লিমিটেড, সি ফিশারর্স লিমিটেড ও সি রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি র‍্যাঙগস গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.