ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক সংবর্ধিত

বিপুল ভোটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত হওয়ায় হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ।

শনিবার সকালে (৫ জুলাই) রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভার শুরুতে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া’কে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনএসআইয়ের সাবেক ডিজি কাজী গোলাম রহমান, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বোর্ডের সদস্য সাবেক সচিব মো. নুরুল ইসলাম পিএইচডি, ওয়াক্ফ প্রশাসক খান মো. নুরুল আমিন, সাবেক আইজিপি এ টি আহমেদুল হক চৌধুরী, লে. জে. আবু তৈয়ব মুহাম্মদ জহিরুল আলম (অব.), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল মজিদ।

বোর্ড অব ট্রাস্টিজের সভা শেষে হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয় ।

এ সভার শুরুতে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নতুন ভিসি অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী পিএইচডি’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপদেষ্টা অধ্যাপক ড. আমানুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন ।

বৈঠকে হামদর্দ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং মানবকল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করা হয়।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.