ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২.৭২%

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২.৭২ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ ২৩ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৮৮৯ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার বা ৫২.৭২ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা  দশমিক ৫১ শতাংশ বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১২ দশমিক ৮২ পয়েন্ট বা  দশমিক ৫৭ শতাংশ কমে ২ হাজার ২৫২ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৩৯ পয়েন্ট বা  দশমিক ১০ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৪৬টির। আর ২২২টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ৪০ হাজার  ১৯৯ টাকা বা দশমিক ৬৩ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৪ হাজার ২৯৮ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার  টাকায়

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.